IQNA

গো-রক্ষার নামে মুসলিম হত্যার অধিকার কারো নেই: মোদি

13:21 - July 03, 2017
সংবাদ: 2603360
আন্তর্জাতিক ডেস্ক: গরু রক্ষার নামে মানুষ হত্যা করা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বৃহস্পতিবার দু’দিনের গুজরাট সফরে গিয়ে এক সমাবেশে এই মন্তব্য করেন।
গো-রক্ষার নামে মুসলিম হত্যার অধিকার কারো নেই: মোদি
বার্তা সংস্থা ইকনা: প্রধানমন্ত্রী আজ গুজরাটের আহমেদাবাদে সবরমতী আশ্রমে যান। তিনি সেখানে আশ্রমের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দেন।
এরপর তিনি গরু রক্ষার নামে উত্তেজিত জনতার সহিংসতা প্রসঙ্গে বলেন, ‘গো-সেবা নিয়ে মহাত্মা গান্ধী ও বিনোবাভাবের জীবন থেকে শিক্ষা নেয়া উচিত। গরু রক্ষার নামে সহিংসতা কেন?  গো-সেবাই গো-ভক্তি। গরু রক্ষার নামে সহিংসতা ঠিক নয়। দেশকে অহিংসার পথে চলতে হবে। গো-ভক্তির নামে মানুষ হত্যা গ্রহণযোগ্য নয়।’
হাফেজ জুনাইদ খানের বর্বরোচিত হত্যাকাণ্ডে বিক্ষোভে উত্তাল সমগ্র ভারত
প্রধানমন্ত্রী বলেন, ‘যদি কোনো ব্যক্তি ভুল করে থাকে তাহলে আইন তার নিজেস্ব পথে কাজ করবে। কাউকেই আইন হাতে তুলে নেয়ার প্রয়োজন নেই। সহিংসতা সমস্যার সমাধান নয়।’
উত্তেজিত জনতার সহিংসতাকে ভুল বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘রোগীর মৃত্যুর পরে হাসপাতালে ভাঙচুর করা অন্যায়। এ ব্যাপারে চিকিৎসকের কোনো দোষ নেই। কারণ, উনি আপনার পরিবারের সদস্যকে সেবা দেয়া সত্ত্বেও ওই সদস্যকে বাঁচাতে পারেননি। কিন্তু তা সত্ত্বেও যদি আপনার কোনো অভিযোগ থাকে তাহলে আইনি উপায় রয়েছে।’
তিনি বলেন, ‘সহিংসতা সমস্যার কোনো সমাধান নয়। আমাদের দেশ অহিংসা এবং গান্ধীর দেশ।  এটা অহিংসার জমিন। মহাত্মা গান্ধীর ভূমি। একথা আমরা কেন ভুলে যাচ্ছি? যদি কেউ অন্যায় করে থাকে তাহলে আইন তার বিরুদ্ধে কাজ করবে। দেশের কোনো ব্যক্তিরই আইন হাতে তুলে নেয়ার অধিকার নেই।’  
iqna



captcha