IQNA

সিরিয়ার দেইর আয-যোরে হামলায় দায়েশের ৪০ সদস্য নিহত

15:00 - September 08, 2017
সংবাদ: 2603782
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, সিরিয়ার দেইর আয-যোরের কাছে রাশিয়ায় বিমান হামলায় তাকিফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের মোট ৪০ সদস্য নিহত হয়েছে।
সিরিয়ার দেইর আয-যোরে হামলায় দায়েশের ৪০ সদস্য নিহত
বার্তা সংস্থা ইকনা: এই হামলায় তাকিফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কথিত যুদ্ধমন্ত্রীসহ চার শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছে।

দেইর আয-যোরের কাছে একটি গোপন আস্তানায় দায়েশ বৈঠকে বসছে বলে গোয়েন্দা সূত্র খবর পাওয়ার পর এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে দায়েশের কথিত যুদ্ধমন্ত্রীগুলমুরাদ কালিমোভ এবং অর্থ ও দায়েশের নতুন সদস্যদের মোতায়েনের দায়িত্বে নিয়োজিত আবু মোহাম্মদ আশ-শিমিলিও রয়েছে।

গুলমুরাদ তাজিকিস্তানের কমান্ডোর সাবেক কর্নেল এবং পুলিশ কমান্ডার ছিলে। এ ছাড়া, নিহত এই সন্ত্রাসী সামরিক স্নাইপার হিসেবে নিযুক্ত ছিল তাজিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ কমান্ডো বাহিনীর কমান্ডার হিসেবে কাজ করেছে গুলমুরাদ।

হামলায় দায়েশের ভূগর্ভস্থ কমান্ড পোস্ট এবং যোগাযোগ কেন্দ্র ধ্বংস হয়েছে। সিরিয়ার খামেইমিম বিমান ঘাঁটির রুশ এসইউ-৩৪ এবং এসইউ-৩৫ যুদ্ধবিমান এ অভিযানে অংশ নিয়ে লক্ষ্যবস্তুর ওপর সুনির্দিষ্ট বোমা বর্ষণ করেছে।

iqna


captcha