IQNA

গ্রীসের গির্জায় ইসলামী পাণ্ডুলিপি আবিষ্কার

22:30 - September 18, 2017
সংবাদ: 2603860
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক টিম গ্রিসের "মাউন্ট এথোস" গির্জায় ইসলামিক বিরল পাণ্ডুলিপিগুলির আবিষ্কার ঘোষণা দিয়েছে।
গ্রীসের গির্জায় ইসলামী পাণ্ডুলিপি আবিষ্কার
বার্তা সংস্থা ইকনা: কুয়েত বিশ্ববিদ্যালয়ের সাহিত্য অনুষদের ইসলামী সভ্যতার অধ্যাপক "আবদুল হাদী আজমী" ১৬ই সেপ্টেম্বর ঘোষণা দিয়েছেন, গ্রিসের "মাউন্ট এথোস" গির্জা থেকে ইসলামিক বিরল পাণ্ডুলিপিগুলি আবিষ্কার করা হয়েছে। কুয়েত অ্যাকাডেমি দল সর্বপ্রথম উক্ত এলাকার একটি প্রাচীন গির্জার ঐতিহাসিক গ্রন্থাগার পরিদর্শন করেছে।
তিনি বলেন: ইউরোপের বিভিন্ন গ্রন্থাগার এবং মিউজিয়ামে আরবি ভাষায় ইসলামী হাজার হাজার বিরল পাণ্ডুলিপি রয়েছে। কুয়েতের এই টিম আশাবাদী অটুস পর্বতমালার ছোট্ট এই এলাকার অনেক গ্রন্থাগার ও মিউজিয়ামে ইসলাম ধর্মের অনেক পাণ্ডুলিপি রয়েছে।
আজমী বলেন: যেসকল ইসলামী পাণ্ডুলিপির সন্ধান পাওয়া গিয়েছে তার মধ্যে চিকিৎসা, ফিকাহ, খ্রিস্টানধর্মে গ্রন্থ, তাওরাত ও ইঞ্জিল রয়েছে।
তিনি আরও বলেন: আবিস্কৃত এসকল বইয়ের মধ্যে ইসলামী ইতিহাসে সামাজিক জীবন যাপন ও চিকিৎসা ব্যবস্থার ওপরও গ্রন্থ রয়েছে।
উল্লেখ্য, অটুস পর্বতমালা খ্রিস্টানদের একটি পবিত্র স্থান। এটি গ্রিসের উত্তরাঞ্চলের একটি দ্বীপে অবস্থিত।
iqna



captcha