IQNA

হাদিসে কিসার মাধ্যমে মহানবী মাওলা আলীর বেলায়াত ও ইমামতের প্রচার করেছেন

23:32 - September 18, 2017
2
সংবাদ: 2603861
মা ফাতিমা যাহরা(আ.) মাওলা আলীর ইমামত ও বেলায়াতকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, মহানবীও হাদিসে কিসার মাধ্যমে আহলে বাইতের শ্রেষ্ঠত্ব ও মাওলা আলীর ইমামতকেই প্রমাণ করে গেছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হাদিসে কিসার মাধ্যমে মহানবী হযরত মুহাম্মাদ(সা.), মাওলা আলী(আ.), মা ফাতিমা যাহরা(সা.আ.), ইমাম হাসান(আ.) ও ইমাম হুসাইনের(আ.) মর্যাদাকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

মহানবী মা ফাতিমার বাড়িতে এসে বলেন, «اِنّى اَجِدُ فى بَدَنى ضُعْفاً» হে ফাতিমা! আমি শরীরে দুর্বলতা অনুভব করছি। আমাকে ইয়েমেনি চাদর দিয়ে আবৃত করে দাও। এটা থেকে বোঝা যায় মহানবী একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবতে ভাবতে দুর্বল হয়ে পড়েন। মা ফাতিমাও মাওলা আলীর ইমামত ও বেলায়াতকে নিয়ে এত বেশী চিন্তিত ছিলেন যে তিনি বলেন, «وَ الْکَمَدُ قَاتِلِی» আমি মনের দিক থেকে অনেক কষ্টে আছি।

মাওলা আলীর ইমামত ও বেলায়াতের প্রচারে মহানবী ও মা ফাতিমা হলেন আমাদের সবার জন্য আদর্শ। আর এজন্যই ইমাম জামানা(আ.) বলেছেন: فی اِبنَةِ رَسولِ الله لِی اُسوَةٌ حَسَنَةٌ মহানবীর কন্যা মা ফাতিমার মধ্যে রয়েছে আমার জন্য আদর্শ।

মা ফাতিমা(আ.) বলেন, وَجْهُهُ یَتَلَالَؤُ كَاَنَّهُ الْبَدْرُ فى لَیْلَةِ تَمامِهِ وَكَمالِهِ» মহানবীকে চাদর দিয়ে ঢেকে দেয়ার পর তার চেহারা চাদের মত উজ্জ্বল হয়ে ওঠে। যখন সবাই(আলী, ফাতিমা, হাসান ও হুসাইন) চাদরের নিচে মহানবীর সাথে একত্রিত হলেন তখন মহানবী তার দুহাত উঁচু করে মহান আল্লাহর দরবারে বললেন: «اَللّهُمَّ اِنَّ هؤُلاَّءِ اَهْلُ بَیْتى وَخَاصَّتى وَحَامَّتى؛  হে আল্লাহ! এরাই হচ্ছে আমার আহলে বাইত এরাই হচ্ছে আমার সবচেয়ে নিকটের মানুষ। এদের মাংস আমার মাংসস্বরূপ, এদের রক্ত আমার রক্তস্বরূপ।

এরপর মহানবী আরও বলেন: «یُؤْلِمُنى ما یُؤْلِمُهُمْ وَیَحْزُنُنى ما یَحْزُنُهُمْ اَنَا حَرْبٌ لِمَنْ حارَبَهُمْ وَسِلْمٌ لِمَنْ سالَمَهُمْ وَعَدُوُّ لِمَنْ عاداهُمْ وَمُحِبُّ لِمَنْ اَحَبَّهُمْ اِنَّهُمْ مِنّى وَاَنَا مِنْهُمْ؛  যারা তাদেরকে কষ্ট দিবে তারা আমাকে কষ্ট দিল, যারা তাদের সাথে যুদ্ধ করবে তারা আমার সাথে যুদ্ধ করল। আর যারা তাদের সাথে বন্ধুত্ব করতে আমি তাদের বন্ধু, যারা তাদের সাতে শত্রুতা করবে আমি তাদের শত্রু, কেননা আমি তাদরে থেকে আর তারা হচ্ছে আমার থেকে। শাবিস্তান
প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 1
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
0
0
তোদের মতো যা হেল্প এদের জন্যই আজ ইসলামের এই অবনতি তোরা জাহেল শিয়ারা উল্টা পাল্টা বক্তব্য দিয়ে মানুষের মাথা নষ্ট করতেছিস আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করেন না হয় তাদেরকে ধ্বংস করুন।
উত্তরসমূহ
রাজু
শিয়ারা আছে বলেই ইসলাম শান্তির ধর্ম হয়ে বজায় আছে। আজকে বিশ্বে সন্ত্রাসীরা যে অপরাধ কর্ম চালাচ্ছে, সেখানে একজনও সন্ত্রাসী নেই। বরং এই শিয়াগণই সন্ত্রাসীদের দমন করছে।
আর শিয়ার হচ্ছে প্রকৃত মুসলমান। তারা নবীর কথা মোতাবেক নিজেদেরকে পরিলাতি করে। নবীকে অনুসরণ করে এবং নবী করমির (সাঃ) বলে গিয়েছেন, তার পর মাওলা আলী (আঃ)কে অনুসরণ করতে, তাই তারা সেই কথা মোতাবেক মাওলা আলী (আঃ)কে অনুসরণ করে।
captcha