IQNA

আহলে বায়েতের (আ.) অনুসারীদের থেকে বালামুসিবত দূর হওয়ার দর্শন

15:16 - January 12, 2018
সংবাদ: 2604769
ইমাম মাহদী (আ.) নিজেই হাদিসে উল্লেখ করেছেন যে, আমার অন্তর্ধানের যুগে সমাজের মানুষ কিভাবে আমাদের থেকে লাভবান হবে।

আহলে বায়েতের (আ.) অনুসারীদের থেকে বালামুসিবত দূর হওয়ার দর্শন
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: শিয়া মাজহাবের দৃষ্টিতে এবং ইসলামী শিক্ষার ভিত্তিতে ইমাম হচ্ছেন সৃষ্টির সকল অস্তিত্বের মাঝে আল্লাহর রহমত পৌঁছে দেওয়ার মাধ্যম। তিনি হচ্ছেন সৃষ্টিজগতের কেন্দ্রবিন্দু ও মানদণ্ড এবং তিনি না থাকলে পৃথিবী ,মানুষ ,জীন ,ফেরেশতা ,পশু ও জড়বস্তু কিছুরই অস্তিত্ব থাকবে না।

ইমাম জাফর সাদেক (আ.)-এর কাছে প্রশ্ন করা হল ,ইমাম ব্যতীত পৃথিবীর অস্তিত্ব টিকে থাকতে পারে কি ?

তিনি বললেন: “ ইমাম না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।

সৌরজগতে সূর্যের ভূমিকা সবচেয়ে বেশী। তাকে কেন্দ্র করে অন্য সব গ্রহ অনবরত ঘুরছে। অনুরূপভাবে ইমাম মাহদী (আ.)ও সকল সৃষ্টির কেন্দ্রবিন্দু।

ببقائه بقیت الدنیا و بیمنه رزق الوری و بوجوده ثبتت الررض و السماء

তার কারণেই পৃথিবী অস্তিত্বমান এবং তার বরকতেই পৃথিবীর সকলেই রিজিক প্রাপ্ত হয় এবং তার বরকতেই পৃথিবী ও আকাশ প্রতিষ্ঠিত রয়েছে।

শেখ মুফিদ (রহ.)-এর কাছে লেখা ইমাম মাহদী (আ.)-এর একটি চিঠিতে শিয়া মাজহাবকে উদ্দেশ্য করে লিখেছিলেন:

انا غیر مهملین لمراعاتکم و لا ناسین لذکرکم ذلک لترل بکم اللاواء و اصطلمکم الاعداء

আমরা কখনোই তোমাদেরকে তোমাদের উপর ছেড়ে দেই নি এবং কখনোই তোমাদেরকে ভুলে যাই নি। যদি তা না হত তাহলে তোমরা অনেক বালা- মুসিবতের সম্মুখীন হতে এবং শত্রুরা তোমাদেরকে ধ্বংস করে ফেলত ।

ইমাম মাহদী(আ.) বলেছেন: «اَنَا خاتِمُ الأوصياءِ وَ بي ‌يَدفَعُ اللهُ البَلاءَ عَن اَهلي و شيعَتي؛ আমি হচ্ছি শেষ ওয়াসি আমার মাধ্যমে আমার আহলে বাইত ও আমাদের শিয়াদের থেকে বালামুসিবত দূর হবে।

captcha