IQNA

আমার ইসলাম অনৈতিক নয়: ড. মাহাথির মোহাম্মদ

0:47 - April 02, 2018
সংবাদ: 2605410
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ান ইসলামিক পার্টি (পিএএস) কর্তৃক প্রণীত কঠোর ইসলামি শাস্তির বিধান ‘হুদুদ’ আইনের সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, আমার ইসলাম অনৈতিক নয় এবং ইসলাম নিয়ে আমার ব্যাখ্যাটি যথাযথ এবং ন্যায়সঙ্গত ছিল।

 

বার্তা সংস্থা ইকনা: দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা মাহাথিরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে, ইসলাম নিয়ে তিনি ‘ভুল’ চিন্তাধারার মধ্যে রয়েছেন।

এ অভিযোগের জবাবে রবিবার ড. মাহাথির তার ব্লগে লিখেছেন, ‘কুরআনে ৪০টিরও বেশি আয়াত রয়েছে; যা শাস্তি প্রদানের ক্ষেত্রে ন্যায়বিচারের উপর জোর দিয়েছে। কিন্তু পিএএস 'হুদুদ’ চারজন সাক্ষী থাকাকে অগ্রাধিকার দিয়েছেন এবং তার আইনে পাথর নিক্ষেপ ও শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরসহ কঠোর শাস্তিরও উল্লেখ করেছে।’

তিনি বলেন, যদি একজন মহিলা ধর্ষিত হতো, সেক্ষেত্রে সেখানে চারজন সাক্ষী না থাকত, তাহলে তার অভিযোগ মিথ্যা বলে মনে করা হতো এবং তাকে বেত্রাঘাত করা হতো। যদি সে জন্ম দিত, তবে তাকে ব্যভিচারের দায়ে অভিযুক্ত করা হতো এবং তাকে পাথর ছুড়ে মৃত্যুদণ্ড দেয়া হতো এবং তার ধর্ষককে এমনকি ধর্ষিতা তাকে চিনলেও তাকে মুক্তি দেয়া হতো।

‘পার্টি প্রিবুমি বেরসাতু মালয়েশিয়া (পিপিবিএম)’ চেয়ারম্যান মাহাথির বলেন, ‘চারজন সাক্ষী না থাকার কারণে যদি একজনকে ভিকটিমকে শাস্তি দেওয়া হয় এবং ধর্ষণকারীকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়, তাহলে এটা কি ন্যায় বিচার হলো? এটা যদি অন্যায় না হয়, তাহলে এটি ইসলাম নয়। কারণ ইসলাম অনৈতিক নয়।’

ইউনিভার্সিটি ইউতারা মালয়েশিয়া থেকে কামারুল জামান ইউসুফ একটি নিবন্ধে লিখেছেন, ইসলাম নিয়ে ড. মাহাথিরের সঠিক জ্ঞান নেই, কারণ সাবেক প্রধানমন্ত্রী হাদিস নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কঠোর ইসলামি শাস্তির বিধান ‘হুদুদ’ আইন প্রত্যাখ্যান করেছেন।

নিবন্ধটি গত রবিবার ‘পিএএস’ এর মুখপাত্র ‘হারাকাহ ডেইলি’তে প্রকাশিত হয়।

ড. মাহাথির তার ব্লগে বলেন, পিএএস কর্তৃক প্রচারিত ‘হুদুদ আইন’ কেবল মুসলিমদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যদি তারা চুরি করে, তবে তাদের হাত কেটে ফেলা হবে। একই সময়ে একজন অমুসলিমকে একই অপরাধের জন্য দুই মাসের কারাদণ্ড দেয়া হবে।’

‘মালয়েশিয়ায় মতো একটি বহু-বিশ্বাসী সমাজে এ ধরনের অসম শাস্তি হওয়া কি উচিত?’ তিনি বলেন।

তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার বিনম্র মতামত হচ্ছে- এই শাস্তি ন্যায় বিচার নয়। কারণ এটি ন্যায্য নয়, এটি ইসলাম নয়; এটি হচ্ছে-পিএএস 'হুদুদ।’

তিনি আরো বলেন, ‘যদি হাদিস পবিত্র গ্রন্থ থেকে ভিন্নতা দেখা দেয়, সেক্ষেত্রে কোরআনকে অগ্রাধিকার দিতে নিষেধ করা হয়নি। মুসলিম পণ্ডিত আল বুখারি কর্তৃক অর্ধ মিলিয়ন হাদিস মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। অন্যান্য হাদিস এর সত্যতা নিয়েও পণ্ডিতদের ভিন্ন মতামত রয়েছে। সুতরাং, এক্ষেত্রে কোরআনকে অগ্রাধিকার দিতে হবে।’  মালাইমেইল অনলাইন

captcha