IQNA

প্রতীক্ষার অর্থই হচ্ছে ইমাম মাহদী অবশ্যই আসবেন

1:13 - April 17, 2018
সংবাদ: 2605535
ইন্তেযার বা প্রতীক্ষার আসল অর্থ হচ্ছে এই যে, ইমাম মাহদী(আ.) অবশ্যই আসবেন এবং তিনি দুনিয়াকে সকল প্রকার অন্যায় অত্যাচার থেকে মুক্ত করবেন এই হকিকতের প্রতি বিশ্বাসকেই প্রতীক্ষা বলা হয়।



শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আমরা জীবন্ত ইমামের প্রতীক্ষা করি তিনি আমাদের মাঝেই রয়েছেন এবং তিনি আমাদের সকল কর্মকাণ্ড সম্পর্কে অবহিত আছেন। ইসলামী প্রজাতন্ত্রের মহামান্য রাহবার বলেন: প্রতীক্ষার বিষয়টি মাহদাভিয়াতের আলোচনার সাথে আস্টেপিষ্ঠে জড়িত। কেননা আমরা ইসলামের যে চূড়ান্ত পর্যায়ের প্রতি বিশ্বাস রাখি তা একমাত্র ইমাম মাহদীর মাধ্যমেই অর্জিত হবে।

তিনি বলেন: আমরা এমন এক ব্যক্তির প্রতীক্ষায় আছি যিনি জীবন্ত, যিনি অস্তিত্বমান এবং যার জন্ম হয়েছে এবং আমাদের মাঝেই রয়েছেন।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন: রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, ইমাম মাহদী আমাদেরকে দেখেন আমরাও তাকে দেখি কিন্তু পার্থক্য হচ্ছে আমরা তাকে চিনতে পারি না। যেমন হযরত ইউসুফকে সবাই দেখত তার সাথেই থাকত কিন্তু তাকে চিনত না ইমাম মাহদীর বিষয়টিও ঠিক তেমনিই।

তিনি বলেন: এই ধরনের প্রতীক্ষা গোটা মানব জাতীর জন্য প্রয়োজন বিশেষ করে মুসলিম উম্মার জন্য অবশ্যই প্রয়োজন।

সূরা আম্বিয়ার ১০৫ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন- وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ

নিঃসন্দেহে আমরা স্মারকবাণী তথা তাওরাতের পর যাবুরেও লিপিবদ্ধ করে দিয়েছিলাম যে, পৃথিবীর শাসন-ক্ষমতার অধিকারী হবে আমার সৎ বান্দারা।

যাবুরে এ সুসংবাদ লিখিত আছে যে, যারা আল্লাহর ইবাদাত করে এবং সৎকর্মপরায়ণ, তারা জানুক যে, সৎকর্মের প্রতিদান শুধু পরকালের জন্যই নির্দিষ্ট নয়; বরং দুনিয়াতেও আল্লাহ এরূপ বান্দাদের রাজত্ব ও শাসন ক্ষমতা প্রদান করবেন যেমনটি তিনি সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তবে সমগ্র বিশ্বের ওপর পরিপূর্ণ ন্যায়বিচারভিত্তিক এবং জুলুমমুক্ত রাজত্ব ও ইসলামী শাসন প্রতিষ্ঠার বিষয়টি আল্লাহর রাসূল (সা.)-এর সর্বশেষ স্থলাভিষিক্ত প্রতিনিধি দ্বাদশ ইমাম তথা ইমাম মাহদী (আ.)-এর মাধ্যমে বাস্তবায়িত হবে।

captcha