IQNA

ইমাম মাহদীর প্রকৃত অনুসারীদের আরজু

3:38 - April 30, 2018
সংবাদ: 2605641
শাহাদাতের আরজু হচ্ছে ইমাম মাহদীর প্রকৃত অনুসারী বা প্রতীক্ষাকারীদের অন্যতম আরজু বা আকাঙ্ক্ষা। কেননা এখানে আল্লাহ হচ্ছেন ক্রেতা আর শহীদ হচ্ছে বিক্রেতা, আর যে ব্যক্তি আল্লাহর কাছে তার জীবন বিক্রয় করবেন সে অবশ্যই অতি স্মৃতি স্থানে পৌঁছে যাবে।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমামগণ থেকে বর্ণিত দোয়া ও যিয়ারাতে বলা হয়েছে, যারা ইমাম মাহদীর প্রকৃত অনুসারী তারা আল্লাহর কাছে চায় যে তারা যেন ইমাম মাহদীর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারেন। বলা হচ্ছে: «الْمُسْتَشْهَدِینَ بَیْنَ یَدَیْه » হে আল্লাহ! আমাদের তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যারা ইমাম মাহদীর জন্যে তার সামনে শাহাদাত বরণ করেন।

সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে বলা হয়েছে- إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ وَعْدًا عَلَيْهِ حَقًّا فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْقُرْآَنِ وَمَنْ أَوْفَى بِعَهْدِهِ مِنَ اللَّهِ فَاسْتَبْشِرُوا بِبَيْعِكُمُ الَّذِي بَايَعْتُمْ بِهِ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ

নিশ্চয়ই আল্লাহ বেহেশতের বিনিময়ে মুমিনদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন। তারা আল্লাহর পথে যুদ্ধ করে শক্রদেরকে হত্যা করে এবং নিজেও নিহত হয়। এটাই তাওরাত ও ইঞ্জিলে এবং পবিত্র কুরআনে আল্লাহর দেয়া ওয়াদা হিসেবে বর্ণিত হয়েছে এবং অঙ্গীকার পালনে আল্লাহর চেয়ে কে বেশি বিশ্বস্ত? তাই আল্লাহর সাথে তোমাদের যে কেনা-বেচা হয়েছে, সেজন্য আনন্দিত হও এবং এটাই বড় সাফল্য।

পবিত্র কুরআনের সংস্কৃতিতে দুনিয়া হলো একটি বাজার এবং মানুষ এখানে বিক্রেতা। এই বাজারের পণ্য হলো জীবন ও সম্পদ, আর সর্বশক্তিমান আল্লাহই হলেন এসব পণ্যের ক্রেতা। এসব পণ্যের মূল্য হলো জান্নাত। আল্লাহর কাছে জীবন বিক্রির ব্যবসা মুনাফা বা লাভে পরিপূর্ণ। তাই আমাদের উচিত নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়া। কারণ, আমাদের জীবনটা তাঁরই দান। আর মহান আল্লাহ তারই জিনিস আমাদের কাছে থেকে সবচেয়ে বেশি দাম দিয়ে কিনে থাকেন।

জান্নাত লাভের অন্যতম পন্থা হল আল্লাহর পথে জিহাদ করা। অবশ্য জীবন দিয়ে জিহাদ করা- সম্পদ দিয়ে জিহাদ করার চেয়ে বেশি মূল্যবান ও মর্যাদাপূর্ণ।

আল্লাহর পথে দায়িত্ব পালনের ক্ষেত্রে জীবিত থাকলাম, না মরে গেলাম-তা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়।

আল্লাহর কাছে আমাদের কোনো পাওনা নেই। কিন্তু তা সত্ত্বেও মহান ও দয়াময় আল্লাহ আমাদের জন্যে পুরস্কার নির্ধারণ করেছেন।

captcha