IQNA

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সকলকে হারিয়ে প্রথম হলেন বাংলাদেশী প্রতিনিধি "কালীম সিদ্দিকী"

11:01 - May 13, 2018
1
সংবাদ: 2605744
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ফলাফল গতরাতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। উক্ত প্রতিযোগিতার হেফজ বিভাগে সকলে হারিয়ে প্রথম স্থানে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশের প্রতিনিধি কালীম সিদ্দিকী।



বার্তা সংস্থা ইকনা: ৬০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার হেফজ এবং ক্বিরাত বিভাগে ৭ থেকে ১১ই মে পর্যন্ত মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত নারী ও পুরুষ প্রতিনিধিগণ ক্বিরাত এবং হেফজ বিভাগে অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতায় বিশ্বের অন্যান্য দেশের প্রতিনিধিদের হারিয়ে প্রথম স্থানের অধিকারী হয়েছেন বাংলাদেশের প্রতিনিধি "কালীম সিদ্দিকী"।
গতরাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়ার রাজার উপস্থিতিতে ৬০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। বিচারকমণ্ডলী দ্বার নির্ধারিত ফলাফল উল্লেখ করা হল:


পুরুষদের ক্বিরাত বিভাগ:
প্রথম স্থান: মালয়েশিয়ার প্রতিনিধি আব্দুল্লাহ বিন মাহমি বিন জি নুর
দ্বিতীয় স্থান: ইরানের প্রতিনিধি মোখতার দেহকান
তৃতীয় স্থান: আলজেরিয়ার প্রতিনিধি সালাহ আল-দিন হেইসাম
চতুর্থ স্থান: মিশরের প্রতিনিধি ইমান আহমাদ হাসান আবু আলাম
পঞ্চম স্থান: ইন্দোনেশিয়ার প্রতিনিধি মোহাম্মাদ মাসুদ মাসরুহী

নারীদের ক্বিরাত বিভাগ:
প্রথম স্থান: মালয়েশিয়ার প্রতিনিধি সোহেইলা বিনতে জুল কেইফ
দ্বিতীয় স্থান: ইন্দোনেশিয়ার প্রতিনিধি খামিসা আজ-জোহা বিনতে আব্দুল ওয়াহাব
তৃতীয় স্থান: সিঙ্গাপুরের প্রতিনিধি ওয়াদাদ আল-ওহেদা মাহমুদ
চতুর্থ স্থান: ব্রুনেইর প্রতিনিধি দারসুস সালাম হজ দাইগ নূর ফয়েজ হাজ
পঞ্চম স্থান: ফিলিপাইনের প্রতিনিধি রেইহানে এব্তেগালা

পুরুষদের হেফজ বিভাগ:
প্রথম স্থান: বাংলাদেশের প্রতিনিধি "কালীম সিদ্দিকী"
দ্বিতীয় স্থান: আমিরাতের ওলিদ হামদ মুহাম্মাদ মারুকী
তৃতীয় স্থান: সুদানের প্রতিনিধি

নারীদের হেফজ বিভাগ:
প্রথম স্থান: মৌরিতানিয়ার প্রতিনিধি বিলকিস
দ্বিতীয় স্থান: মালয়েশিয়ার প্রতিনিধি সিতি নাজেরা বিনতে শাফেয়ী
তৃতীয় স্থান: তানজানিয়ার প্রতিনিধি আশুরা আমানী লাইলনেজা।

 iqna

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
iwuqhbas
0
0
20
captcha