IQNA

ইমাম মাহদীর(আ.) সাথে সাক্ষাতের বিষয়ে আয়াতুল্লাহ কাশমিরির অভিমত

12:49 - May 13, 2018
1
সংবাদ: 2605746
অনেকেই বলেন যে তিনি ইমাম মাহদীর(আ.) সাথে সাক্ষাত করেছেন। এ সম্পর্কে বিভিন্ন গ্রন্থেও অনেক এমন মোলাকাত বা সাক্ষাতের ঘটনা বর্ণিত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এই মোলাকাত সম্পর্কে আয়াতুল্লাহ কাশমিরির কি দৃষ্টিভঙ্গি আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব।

আয়াতুল্লাহ কাশমিরির দৃষ্টিতে যারা অনেক বড় আধ্যাত্মিক আলেম এবং ব্যক্তিত্ব তারাই কেবল ইমাম মাহদীকে দেখতে পারেন তাও আবার মোকাশেফা এবং স্বপ্নের মধ্যে। আর বেশিরভাগ মানুষই যারা ইমামকে দেখার দাবি করে তারা ব্যবসা করার জন্য এবং এটাকে কাজে লাগিয়ে তারা টাকা-পয়সা ইনকাম করতে চায়।

যেমন সাইয়্যেদ আবিনে তাউস, শেখ মুফিদ, শেখ সাদুক, আয়াতুল্লাহ বাহজাত এ ধরনের মহান ব্যক্তিত্ব এবং বড় বড় আধ্যাত্মিক আলেমরাই কেবল ইমাম মাহদীকে দেখতে পারেন। শাবিস্তান

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
dpltixum
0
0
20
captcha