IQNA

রাশিয়ানদের হাতে শিয়াদের অমূল্য সম্পদ + ক্লিপ

23:49 - July 26, 2018
সংবাদ: 2606308
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া জাতীয় লাইব্রেরি সেন্ট পিটার্সবার্গে "সাইয়্যেদ মুর্তজা"র রচিত "আজ-জাখিরাতু ফি ইলমিল কালাম" নামক অত্যন্ত মূল্যবান একটি বই সংরক্ষিত রয়েছে।

আসাম থেকে ৫২ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

বার্তা সংস্থা ইকনা: নিঃসন্দেহে এই গ্রন্থটি শিয়া বিশ্বের একটি বিরল ও প্রাচীনতম পাণ্ডুলিপি। এই অমূল্য গ্রন্থটির লেখক সাইয়্যেদ মুর্তজা'র ওফাতের প্রায় ৩৬ বছর পর মিশরের ফাসতাতের বাইতুল মুকাদ্দাসের নিবাসী ইহুদি পণ্ডিত অলি ইবনে সুলাইমান এই বইটি কপি (মূল গ্রন্থ দেখে হাতে লেখেন) করেন।

সাইয়্যেদ মুর্তজা নামে প্রসিদ্ধ "আলী বিন হুসাইন বিম মুসা আলামুল হুদা" পঞ্চম হিজরির বিখ্যাত আলেম। তিনি "শেখ মুফিদে"র ছাত্র ছিলেন। তার জীবদ্দশায় কালাম, ফিকাহ এবং তাফসিরসহ অন্যান্য বিষয়ে বহু গ্রন্থ লিখেছেন।

রাশিয়ার অন্যান্য স্থানেও যেমন: রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সেসের হস্তশিল্প গ্রন্থের ইনস্টিটিউট, আর্মিটাজ মিউজিয়াম এবং সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে ইসলাম ধর্মের বিশেষ করে শিয়া মাজহাবের অনেক মূল্যবান গ্রন্থ সংরক্ষিত রয়েছে।

iqna

 

captcha