IQNA

মিলাদুন্নবী (সা.) উপলক্ষ কিছু কারাবন্দীদের সাধারণ ক্ষমা করলেন সর্বোচ্চ নেতা

23:58 - November 24, 2018
সংবাদ: 2607337
আন্তর্জাতিক ডেস্ক: রাহমাতুল লিল আলামীন তথা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এবং ইমাম জাফর সাদিক (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ১০৮৬ জন কারাবন্দীর সাধারণ ক্ষমা প্রদান করার জন্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনায়ী সম্মতি প্রদান করেছেন।

বার্তা সংস্থা ইকনা: ইরানের সশস্ত্র বাহিনীর জুডিশিয়াল অর্গানাইজেশনের সুপারিশে সেদেশর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনায়ী ১০৮৬ জন কারাবন্দীর সাধারণ ক্ষমার সম্মতি প্রদান করেছেন।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ আমুলি লারেজানী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এবং ইমাম জাফর সাদিক (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ১০৮৬ জন কারাবন্দীর সাধারণ ক্ষমা প্রদানের জন্য সর্বোচ্চ নেতার নিকটে একটি আহ্বান পত্র পাঠান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আমুলি লারেজানীর এই চিঠির উত্তরে এসকল কারাবন্দীর সাধারণ ক্ষমা প্রদানের জন্য সম্মতি প্রদান করেছেন।

iqna

 

 

captcha