IQNA

পবিত্র কুরআনের সেলাইকৃত পাণ্ডুলিপি সম্পন্ন করলেন সিরিয়ার এক শিল্পী + ছবি

23:56 - November 29, 2018
সংবাদ: 2607391
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার এক শিল্পী সেলাই মেশিন দিয়ে সেলাই করে পবিত্র কুরআনের একটি পাণ্ডুলিপি প্রস্তুত করেছেন। পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটির কাজ শেষ হওয়ার পর তুরস্কের বুরসা শহরে প্রদর্শন করা হয়েছে।

পবিত্র কুরআনের সেলাইকৃত পাণ্ডুলিপি সম্পন্ন করলেন সিরিয়ার এক শিল্পী + ছবিবার্তা সংস্থা ইকনা: সিরিয়ার শিল্পী "মুহাম্মাদ হাদী হাজেরী" দীর্ঘ ১২ বছর চেষ্টার পর মখমল কাপড়ের উপর সেলাই মেশিন দিয়ে সেলাই করে পবিত্র কুরআনের সকল আয়াত লিখতে সক্ষম হয়েছেন।
পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপির কাজ শেষ করার পর তিনি ক্যালিগ্রাফি ও সূচিকর্মের দেশ তুরস্কের বুরসা শহরে অনুষ্ঠিত এক প্রদর্শনীতে এই পাণ্ডুলিপিটি উপস্থাপন করেছেন।
এই পাণ্ডুলিপিটি সেলাই করার জন্য তিনি সাধারণ সেলাই মেশিন, মোটা সূতা এবং মখমল কাপড় ব্যবহার করেছেন।
৪২৬ পৃষ্ঠা বিশিষ্ট পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটির ওজন ২০০ কিলোগ্রাম। ধরনা করা হচ্ছে এই পাণ্ডুলিপিটির মূল্য ৬.৫ মিলিয়ন ডলার হবে।
iqna

পবিত্র কুরআনের সেলাইকৃত পাণ্ডুলিপি সম্পন্ন করলেন সিরিয়ার এক শিল্পী + ছবিপবিত্র কুরআনের সেলাইকৃত পাণ্ডুলিপি সম্পন্ন করলেন সিরিয়ার এক শিল্পী + ছবি

 

captcha