IQNA

আফগানিস্তানের দায়কুন্দিতে তালেবান হামলা

0:33 - December 20, 2018
সংবাদ: 2607591
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দায়কুন্দি প্রদেশের (আফগানিস্তানের ৩৪ প্রদেশের একটি প্রদেশ) সন্ত্রাসী গোষ্ঠী তালেবান হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানে দায়কুন্দি প্রদেশের প্রতিনিধিরা আফগান সংসদে বলেছেন: সন্ত্রাসীদের এই হামলায় পুলিশের ২০ জন সদস্য হতাহত হয়েছে।
দায়কুন্দি প্রদেশের প্রতিনিধি নাসরুল্লাহ সাদেক জাদেহ নিলী" আফগান সংসদে বলেছেন: এই শহরে তালেবানের হামলার ফলে দেশে নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। সন্ত্রাসীরা এমন অস্ত্র ও যন্ত্র দিয়ে এই শহরে হামলা চালিয়েছে যা পূর্বে এই শহরে দেখা যায়নি।
তিনি বলেন: সন্ত্রাসী গোষ্ঠী তালেবানকে প্রতিরোধ করতে বামিয়ান প্রদেশ থেকে বেশ কিছু নিরাপত্তা কর্মী এসেছে। কিন্তু এর সংখ্যা যথেষ্ট নয়।
সম্প্রতি আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর শীতকালীন অভিযান বৃদ্ধি করা হবে।
উল্লেখ্য, বিগত কয়েক মাসে তালেবানের সন্ত্রাসীরা কাবুল, হেরাত ও গাজানি সহ বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এসকল হামলা অনেক বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছে।

iqna

captcha