IQNA

আলজেরিয়ার শিশুরা পবিত্র কুরআন মুদ্রণ প্রক্রিয়ার সাথে পরিচিত হয়েছে

21:44 - April 06, 2019
সংবাদ: 2608277
আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ায় তৃতীয় বর্ষ কুরআন মুদ্রণ প্রক্রিয়া প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এই প্রদর্শনীতে সেদেশের শিশুরা অংশগ্রহণ করে বিভিন্ন যুগে কুরআন মুদ্রণ প্রক্রিয়ার সাথে পরিচিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রদর্শনী “প্রত্যেক শিক্ষার্থী একটি কুরআন” শিরোনামে ১ম এপ্রিলে শুরু হয়েছে। আলজেরিয়ার আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেদেশের রাজধানী আলজিয়ার্সের সংস্কৃতি প্রাসাদে অনুষ্ঠিত তৃতীয় বর্ষ কুরআন মুদ্রণ প্রক্রিয়া প্রদর্শনী টানা ৪ দিন অব্যাহত ছিল।

দর্শনার্থীরা বিশেষ করে শিশুরা এই প্রদর্শনীতে উপস্থিত হয়ে বিভিন্ন যুগে কুরআন মুদ্রণ প্রক্রিয়ার সাথে পরিচিত হয়েছে। মুদ্রণ বিশেষজ্ঞ “সামিহা বুখারস” উপস্থিত দর্শনার্থীদের প্রাচীন কালে কীভাবে পবিত্র কুরআন মুদ্রণ করা হতো সেই বিষয় এবং মুদ্রণের সরঞ্জামসমূহের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।

সামিহা বুখারস বলেন: এই প্রদর্শনীতে পবিত্র কুরআনের বেশ কয়েক খণ্ড হস্তলিখিত পাণ্ডুলিপি উপস্থাপন করা হয়েছে। এসকল পাণ্ডুলিপি আলজেরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন: এই পাণ্ডুলিপি মাবসুত বর্ণমালায় (প্রাচীন কালের আরবি ক্যালিগ্রাফিক বর্ণমালা) লেখা হয়েছে।  iqna

 

 

 

captcha