IQNA

পবিত্র রমজানের স্বাগত জানালেন পিএসজির প্লেয়াররা + ভিডিও

22:27 - May 11, 2019
সংবাদ: 2608519
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি প্যারিস সেইন্ট জার্মেইন (ফরাসি : Paris Saint-Germain FC) ক্লাবের প্লেয়ারদের নিয়ে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। প্রকাশিত এই ভিডিওয় সুপার স্টার প্লেয়াররা পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে সকলকে অভিনন্দন জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: এই ভিডিওর মাধ্যমে প্যারিস সেইন্ট জার্মেইন ক্লাবের বিশিষ্ট খেলোয়াড়গণ পবিত্র রমজান মাস উপলক্ষে সকলকে অভিনন্দন জানিয়েছেন।

ভিডিওটি প্যারিস সেইন্ট জার্মেইন ক্লাবের অফিসিয়াল ফেসবুক পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। ভিডিওতে কিলিয়ান এমবাপে, নেইমার, থিয়াগো সিলভা, মার্কিনিয়োস এবং জুলিয়ান ড্রাক্সলার পবিত্র রমজানের আগমন উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। এসকল প্লেয়ারগণ “রমজান মুবারক” এমন ভাবে উচ্চারণ করেছে যে, মনে হচ্ছে রমজান শব্দটিকে হামাদান বলেছেন। আর এই বিষয়টি ইরানের সামাজিক মিডিয়ায় সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। কারণে ইরানের একটি প্রসিদ্ধ শহরের নাম হচ্ছে হামাদান।

উল্লেখ্য যে, ফ্রান্সের প্রায় ১০ শতাংশ জনগণ মুসলমান। সম্প্রতি বছরগুলোয় ফ্রান্সে মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর একটি কারণ হচ্ছে সিরিয়ার সহ কিছু মুসলিম দেশের শরণার্থীরা এই দেশে সাময়িকভাবে আশ্রয় নিয়েছে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের পিউ গবেষণা সেন্টারের জরিপ অনুযায়ী, ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে পাঁচ লাখের অধিক মুসলমান অভিবাসী ফ্রান্সে প্রবেশ করেছে। এই সংখ্যার মধ্যে অধিকাংশই সাধারণ অভিবাসী। উদ্বাস্তু বা আশ্রয় প্রার্থীর সংখ্যা কম। এই সময়ের মধ্যে ফ্রান্স প্রায় ৮০ হাজার আশ্রয় প্রার্থীকে গ্রহণ করেছে, তাদের অধিকাংশই মুসলমান। iqna

captcha