IQNA

চীনে পবিত্র কুরআনের স্মৃতিময় পাণ্ডুলিপি দেখতে প্রতিদিন ৬ হাজার দর্শকের ভিড়

15:04 - December 01, 2019
সংবাদ: 2609741
আন্তর্জাতিক ডেস্ক: চীনের চিংগিহাই প্রদেশের একটি মসজিদে পবিত্র কুরআনের স্মৃতিময় প্রাচীন পাণ্ডুলিপি প্রদর্শন করা হয়েছে। এই পাণ্ডুলিপিটি সেদেশের প্রাচীনতম পাণ্ডুলিপি হিসেবে প্রসিদ্ধ। স্মৃতিময় এই হস্তলিখিত পাণ্ডুলিপিটি এক নজর দেখতে সেদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন গড়ে প্রায় ৬০০০ দর্শক এই মসজিদের ভিড় জমায়।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ধারণা করা হয়েছে, পবিত্র কুরআনের হস্তাক্ষরিত এই পাণ্ডুলিপিটি প্রায় ১১ থেকে ১৩ শতক পূর্বে লেখা হয়েছে।

৮৬৭ পৃষ্ঠা বিশিষ্টা বিশিষ্ট এই পাণ্ডুলিপিতে মোট ৩০টি অংশ রয়েছে এবং প্রত্যেক অংশে এক পারা লিখে সম্পন্ন করা হয়েছে। পবিত্র এই পাণ্ডুলিপিটির ওজন প্রায় ১৩ কিলোগ্রাম হবে।

২০০৭ সালে সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষজ্ঞের মাধ্যমে এই পাণ্ডুলিপিটি সংস্কার করা হয়েছে। এরপরে এটি আর্দ্রতা, তাপমাত্রা এবং অক্সিজেন সামগ্রী দ্বারা নিয়ন্ত্রিত কাচের বক্সে সংরক্ষণ করা হয়েছে।

স্মৃতিময় এই হস্তলিখিত পাণ্ডুলিপিটি এক নজর দেখার জন্য প্রতিদিন গড়ে প্রায় ৬ হাজার দর্শক চীনের চিংগিহাই প্রদেশের “জিইহ যি” মসজিদে উপস্থিত হচ্ছেন। এসকল দর্শকদের মধ্যে অধিকাংশই চিংগিহাই এবং (এর পার্শ্ববর্তী) গানসু প্রদেশের মুসলিম নাগরিক।  iqna

captcha