IQNA

আমিরাতে সূরার নামান্তরে বিতর্ক

20:56 - December 19, 2019
সংবাদ: 2609864
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে পবিত্র কুরআনের প্রিন্টকৃত নতুন পাণ্ডুলিপিতে সূরার নামান্তরের কারণে বিতর্কের সৃষ্টি হয়েছে। পবিত্র কুরআনের প্রিন্টকৃত নতুন পাণ্ডুলিপিতে “আল-ইসরা” সূরা নামের স্থানে “বনী ইসরাইল” লেখা হয়েছে। আর এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

«Emnews» নিউজ সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতে পবিত্র কুরআনের প্রিন্টকৃত নতুন পাণ্ডুলিপিতে “আল-ইসরা”«الإسرا» সূরার নাম পরিবর্তন করে “বনী ইসরাইল” «بنی اسرائیل» নামকরণের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

পবিত্র কুরআনের এই অনুলিপি সংযুক্ত আরব আমিরাতের “দারুল বির” দাতব্য সংস্থা প্রকাশ করেছে এবং শীঘ্রই প্রিন্টকৃত পাণ্ডুলিপিসমূহ ইসলামী দেশগুলোয় বিনামূল্যে বিতরণ করা হবে।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা জোর দিয়ে বলেছেন যে, কুরানের এই পাণ্ডুলিপিসমূহে “ইসরা” সূরার নাম পরিবর্তন করে '“বনী ইসরাইল” লেখা উদ্দেশ্য হচ্ছে ইহুদীদের খুশি করা। iqna

আমিরাতে সূরার নামান্তরে বিতর্ক

 

captcha