IQNA

অস্থিরতার প্রভাব পড়েছে ভারতের পর্যটন শিল্পে

0:05 - December 30, 2019
সংবাদ: 2609931
আর্ন্তজাতিক ডেস্ক: চলমান রাজনৈতিক অস্থিরতায় বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের পর্যটন শিল্পে। আল জাজিরার খবরে বলা হয়েছে, গত দুই সপ্তাহে প্রায় ২ লাখ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটক তাদের সফর বাতিল করেছেন কিংবা স্থগিত করেছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: নতুন নাগরিকত্ব আইন নিয়ে ভারত জুড়ে গত কিছুদিনের সহিংস সরকারবিরোধী বিক্ষোভের কারণে বড় ধরণের ক্ষতির মুখে পড়েছে ভারতের পর্যটন শিল্প। অন্তত ৭টি দেশ তাদের নাগরিকদের ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছে।

‘মুসলিম বিরোধী’ নতুন নাগরিকত্ব সংশোধনী বিল পাসের পর এখন পর্যন্ত পুলিশের সাথে বিক্ষোভকারদের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ইসরাইল, সিঙ্গাপুর, কানাডা ও তাইওয়ান তাদের নাগরিকদের ভারত সফর থেকে বিরত থাকা কিংবা অস্থিতিশীল অঞ্চলগুলো সফরে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গত ২ সপ্তাহে প্রায় ২ লাখ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটক তাদের তাজমহল ভ্রমণ বাতিল কিংবা স্থগিত করেছেন। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্পটগুলোর একটি তাজমহল ভারতের উত্তর প্রদেশে অবস্থিত।

তাজমহলের নিকটবর্তী একটি পর্যটন পুলিশ স্টেশনের ইন্সপেক্টর নিদেশ কুমার বলেন, গত বছরের তুলানায় এবারের ডিসেম্বরে দর্শনার্থীর সংখ্যা ৬০ শতাংশ কমেছে।

তিনি বলেন, দেশি ও বিদেশি পর্যটকরা আমাদের কন্ট্রোল রুমগুলোতে ফোন করে নিরাপত্তার বিষয়ে জানতে চায়। আমরা তাদের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দেই, তবু অনেকেই আসতে চান না।

নয়া দিল্লিতে অবস্থানরত ইউরোপের একটি পর্যটক দল পরিস্থিতির কারণে তাদের সফর সংক্ষিপ্ত করার কথা জানিয়েছে বার্তা সংস্থা রায়টার্সকে।

নতুন নাগরিকত্ব আইন ভারতীয় পার্লামেন্টে পাস হওয়ার পর থেকেই দেশটিতে বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ-সংঘর্ষ। ওই আইনে মুসলিম ছাড়া অন্য কয়েকটি ধর্মের শরণার্থীদের ভাতের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে। সমালোচকরা আইনটিকে মুসলিম বিরোধী হিসেবে আখ্যায়িত করেছেন।
সূত্র: dailynayadiganta

captcha