IQNA

ক্বারি তারাওয়তী’র দৃষ্টিকোণে রমজান মাসে কুরআন খতমের সহজতম উপায়

20:04 - April 23, 2020
সংবাদ: 2610653
তেহরান (ইকনা)- পবিত্র রমজান মাস কুরআনের বসন্তের মাস। এই পবিত্র মাসে কুরআন তিলাওয়াত করার অনেক সওয়াব রয়েছে। এজন্যে অনেকেই এই মাসে কুরআন খতম করে থাকেন।

মিশরের প্রসিদ্ধ ক্বারি আব্দুল ফাত্তাহ তারাওয়তী বিশ্বজুড়ে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন এই মাসে পবিত্র কুরআন থেকে দূরে না থাকে। কারণ এই মাস কুরআন তিলাওয়াতের মাস।

করোনার প্রাদুর্ভাবের কারণে মসজিদ বন্ধ হওয়ার প্রতি ইঙ্গিত দিয়ে মিশরের এই প্রসিদ্ধ ক্বারি বলেন: যেসকল ব্যক্তি ঘরে নামাজ আদায় করছেন, তারা ঘরে বসেই কুরআন তিলাওয়াত করতে পারবেন। পবিত্র রমজান মাসে কুরআন খতম করার জন্য প্রথমে সূরা হামদ তিলাওয়াতের পর এক পারার এক রোব’য়, অথবা দুই রোব’য় কিম্বা তিন রোব’য় করে তিলাওয়াত করবেন। তারপর প্রতি নামাজের দোয়ার পর বাকী রোব’য়গুলো তিলাওয়াত করবেন। এভাবে প্রতিদিন এক পারা কুরআন তিলাওয়াত করতে পারবেন।

পবিত্র রমজান মাসে কুরআন খতমের সর্বোত্তম উপয় সম্পর্কে ক্বারি তারাওয়তী বলেন: যদি প্রত্যেক মুসলমান প্রতিদিন প্রতি ওয়াক্তের নামাজের পর দুই পৃষ্ঠা করে কুরআন তিলাওয়াত করেন, তাহলে মাসের শেষে তার কুরআন খতম হয়ে যাবে। পবিত্র কুরআনের দুটি পৃষ্ঠা পড়তে ৬ মিনিটের বেশি সময় লাগে না। যেসকল ব্যক্তি চান যে, আল্লাহর রহমত তার উপর আরও অধিক বর্ষিত হোক তারা প্রতি ওয়াক্ত নামাজের শেষে চার পৃষ্ঠা করে তিলাওয়াত করবেন। তাহলে মাসের শেষে তার দুই বার কুরআন খতম দেওয়া হবে।

আলেমগণ ফরয নামাযের বিপরীতে মোস্তাহাব নামাজসমূহে কুরআন দেখে তিলাওয়াত করা জায়েজ মনে করেন। শেষ প্রান্ত এই ব্যাপারে আব্দুল ফাত্তাহ তারাওয়তী গুরুত্বারোপ করে বলেন: যারা তারাবীহ নামাজের মধ্যে কুরআন তিলাওয়াত উপভোগ করতে চান, তারা নামাজের সময় পবিত্র কুরআনকে একটি রেহেলে উপর রেখে যতদূর সম্ভব কুরআন তিলাওয়াত করতে পারেন। iqna

captcha