IQNA

জিবুতিতে পবিত্র কুরআনের ৩০ হাজার পাণ্ডুলিপি দান করল তুরস্ক

19:10 - December 14, 2020
সংবাদ: 2611959
তেহরান (ইকনা): তুরস্কের দাতব্য সংস্থা আফ্রিকান দেশ জিবুতির নাগরিকদের সহায়তা প্রদানের জন্য পবিত্র কুরআনের ৩০ হাজার পাণ্ডুলিপি অনুদান করেছে।

তুরস্কের "খাইরাত" মানবিক সহায়তা দাতব্য সোসাইটি "দ্য ওয়ার্ল্ড কুরআন তিলাওয়াত" শিরোনামে একটি প্রচারণার সময় জিবুতি সম্প্রদায়র জন্য পবিত্র কুরআনের ৩০ হাজার পাণ্ডুলিপি অনুদান করেছে।

পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি সমূহ তুরস্কের আজমিরের মাধ্যমে আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলীয় জিবুতিতে প্রেরণ করা হয়েছে।

আজমিরের দাতব্য প্রতিষ্ঠানের প্রতিনিধি “আলী ওসমান আসলানচি” একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে, আফ্রিকার অভাবগ্রস্তদের প্রতি সংহতি প্রদানের জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন: আফ্রিকায় অনেক মুসলিম শিশু রয়েছে, যারা এখনও কাঠের বোর্ড ব্যবহার করে পবিত্র কুরআন তিলাওয়াত শিখছে। কুরআন তিলাওয়াত শেখা এবং হেফজ করার জন্য এসকল শিশুদের পবিত্র কুরআনের পাণ্ডুলিপির প্রয়োজন রয়েছে।

এই দাতব্য সংস্থার কার্যক্রমের ব্যাখ্যা দিতে যেয়ে আলী ওসমান বলেন: এই সংস্থার পক্ষ থেকে এ পর্যন্ত তুরস্কের অভ্যন্তরে এবং বিদেশে পবিত্র কুরআনের ৬ লাখ পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে। iqna

captcha