IQNA

মহামান্য নেতার বাড়ীতে আয়াতুল্লাহ মেসবাহ ইয়াজদির জানাজার নামাজ সম্পন্ন

12:22 - January 03, 2021
সংবাদ: 2612057
তেহরান (ইকনা): ইসলামী বিপ্লবের মহামান্য নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী (হা.) গতকাল ভোরে মরহুম আয়াতুল্লাহ মোহাম্মাদ তাকি মেসবাহ ইয়াজদি’র জানাজার নামাজ পড়িয়েছেন। 

ইরানের প্রখ্যাত আলেম, মুজতাহিদ, দার্শনিক ও মুফাসসিরে কুরআন আয়াতুল্লাহ মোহাম্মাদ তাকি মেসবাহ ইয়াজদি গত শুক্রবার (১ জানুয়ারি) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। 
 
সর্বোচ্চ নেতার দপ্তর জানিয়েছে: শনিবার (২য় জানুয়ারি) আয়াতুল্লাহ মোহাম্মাদ তাকি মেসবাহ ইয়াজদি’র মরদেহ মহামান্য নেতার বাড়িতে স্থানান্তরিত করা হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনেয়ী (হাফিজাহুল্লাহ) তাঁর দীর্ঘকালের বন্ধু, প্রিয় ভাই ও দক্ষ মোজাহিদের জানাজার নামাজ পড়ান এবং ফাতিহা পাঠ করে তাঁকে বিদায় জানান।  
 
জানাজার নামাজের পর তাঁর মরদেহ হযরত আব্দুল আযিম (রহ.)-এর মাযারে নিয়ে যাওয়া হয়েছে এবং পবিত্র নগরী মাশহাদে ইমাম রেজা (আ.)এর মাযারে তাওয়াফ করানোর পর গতকাল বিকালে তাঁর মরদেহ ধর্মীয় নগরী কোমে নিয়ে যাওয়া হয়েছে। আজ (৩য় জানুয়ারি) এই মরহুমকে কোমে অবস্থিত হযরত মাসুমা (সা.আ.)এর মাযারে দাফন করা হবে। 
 
উল্লেখ্য যে, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অসুস্থতার তীব্রতার কারণে আয়াতুল্লাহ মোহাম্মাদ তাকি মেসবাহ ইয়াজদি (রহ.) তেহরানের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে তিনি ১ম জানুয়ারিতে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহকাল ত্যাগ করেন।  iqna
 
 

 

captcha