IQNA

আলজেরিয়ার প্রেসিডেন্টকে কুরআন উপহার দিলেন প্যারিস মসজিদের পরিচালক

20:13 - December 12, 2021
সংবাদ: 3471124
তেহরান (ইকনা): প্যারিস মসজিদের পরিচালক সম্প্রতি আলজেরিয়া সফরে দেশটির রাজধানী আলজিয়ার্সে সেদেশের প্রেসিডেন্টের সাথে এক সাক্ষাৎকারে তাকে ফরাসি অনুদিত পবিত্র কুরআনের একখণ্ড পাণ্ডুলিপি উপহার দিয়েছেন।

৯ম ডিসেম্বর বৃহস্পতিবার এক বৈঠকে প্যারিস মসজিদের পরিচালক শামসুদ্দিন হাফিজ আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মজিদ তাবুনকে পবিত্র কুরআনের একখণ্ড পাণ্ডুলিপি উপহার দিয়েছেন। পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি আব্দুল মাজিদ তাবুন ফরাসি ভাষায় অনুবাদ করেছেন।
 
আলজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলেছে: শামসুদ্দিন হাফিজের অনুরোধে বৈঠকটি সম্পন্ন হয়েছে। বৈঠকে আলজেরিয়ার প্রেসিডেন্ট গুরুত্বারোপ করে বলেছেন: প্যারিস মসজিদ একটি প্রাচীন আধ্যাত্মিক নিদর্শন।
 
আবদেল মজিদ তাবুন বলেন: মধ্যপন্থা বিস্তার ও চরমপন্থার মোকাবিলায় এই মসজিদের প্রচেষ্টা অব্যাহত রাখুন এবং এই মসজিদ মডারেশন ও মধ্যপন্থা অবলম্বন করে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।
 
বৈঠকে আলজেরিয়ার প্রেসিডেন্ট অফিসের পরিচালক সৈয়দ আবদুল আজিজ খালাফ এবং ধর্ম বিষয়ক ও এনডোমেন্টস মন্ত্রী সৈয়দ ইউসুফ বেলমেহেদি উপস্থিত ছিলেন। বৈঠকের শেষে প্যারিস মসজিদের পরিচালক অধ্যাপক বাউবাকার কর্তৃক ফরাসি ভাষায় র পবিত্র কুরআনের কুরআন পাণ্ডুলিপি আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল মাজিদ তাবুনকে হাদিয়া করেন। iqna
 

 

captcha