IQNA

মহানবী (সা.)কে অবমাননার অভিযোগে বিজেপি বিধায়ক গ্রেফতার

17:47 - August 23, 2022
সংবাদ: 3472342
তেহরান (ইকনা): মহানবী হজরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে বিরূপ মন্তব্য করার দায়ে তেলেঙ্গানা রাজ্যের বিজেপি বিধায়ক টি. রাজা সিংকে পুলিশ গ্রেফতার করেছে। আজ (মঙ্গলবার) পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২৯৫(এ), ১৫৩(এ) এবং অন্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।   
তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি. রাজা সিংয়ের দেওয়া বিতর্কিত বক্তব্য প্রকাশ্যে আসার পরে তীব্র ক্ষোভে ফেটে পড়েছে সে রাজ্যের মুসলিমরা। গতকাল (সোমবার) সন্ধ্যা থেকে তার মন্তব্যের প্রতিবাদে হায়দরাবাদে বিক্ষোভ চলছে। স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকির বিরুদ্ধে জারি করা বিবৃতিতে মহানবী (সা.) সম্পর্কে  বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 
 
হায়দারাবাদ দক্ষিণ অঞ্চলের ডিসিপি পি সাই চৈতন্য বলেন, বিধায়ক রাজা সিংয়ের বিরুদ্ধে মহানবী মুহাম্মাদ (সা.)-এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। 
 
বিজেপির ওই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল রাতে দক্ষিণ জোন ডিসিপি কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু হয়। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে  আঘাতের অভিযোগ করা হয়েছে। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে হায়দরাবাদে সড়কে নেমে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন বিপুল সংখ্যক জনতা। দবিরপুরা, ভবানী নগর,  রেইনবাজার, মীর চক থানার বাইরেও বহু মানুষ প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়ে তাকে গ্রেফতারের দাবি জানান। ক্ষুব্ধ মানুষজন বলেন, তিনি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। অবশেষে আজ সকালে তাকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়। 
 
টি. রাজা সিং সম্প্রতি একটি ভিডিও আপলোড করেছেন। এতে তিনি মহানবী (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। এর প্রতিবাদে সোমবার রাতে পুলিশ কমিশনার সিভি আনন্দের কার্যালয়ের সামনে এবং শহরের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তাকে গ্রেফতারের দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারীরা। ওই ভিডিওতে টি রাজা সিং কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকি এবং তার মাকে নিয়েও মন্তব্য করেছেন।     
 
হায়দরাবাদের গোশামহল আসনের বিধায়ক টি. রাজা সিং-এর আগে কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকেও হুমকি দিয়েছিলেন। ওই ঘটনায় তাকে পুলিশ হেফাজতেও নেওয়া হয়েছিল। তিনি মুনাওয়ার ফারুকির শো বাতিল করার কথা বলেছিলেন। এর আগেও একাধিকবার মুসলিম সম্প্রদায়কে নিশানা করেছেন উগ্র হিন্দুত্ববাদী বিধায়ক টি রাজা সিং। তার বিতর্কিত মন্তব্যের ফলে অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে।
 
এর আগে সম্প্রতি বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মা মহানবী (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় দেশে ও বিদেশে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন মুসলিমরা। বিজেপি তাকে দল থেকে সাসপেন্ড করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। সেই ঘটনার জের না মিটতেই এবার ফের মহানবী হজরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করলেন বিজেপি বিধায়ক টি. রাজা সিং। 4080190
captcha