ইকনা- বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও ধনী জেলা নোয়াখালী। দেশ-বিদেশে এই এলাকার মানুষ যেমন দক্ষ, পরিশ্রমী ও সাহসী হিসেবে পরিচিত, তেমনি ধর্মের প্রতিও তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা। তাই নিজ জেলাসহ দেশের ঐতিহাসিক ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে অর্থায়নের ক্ষেত্রে এই জেলার মানুষকে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যায়। তারই একটি ফসল নোয়াখালীর সেনবাগের দৃষ্টিনন্দন মসজিদ হক্কানি জামে মসজিদ।
14:33 , 2025 Oct 10