ইকনা- আন্তর্জাতিক কুরআন শিক্ষক ও বিচারক আলী আকবর কাজেমি, আন্তর্জাতিক কুরআন বার্তা সংস্থা (ইকনা)-এর উদ্যোগে আয়োজিত কুরআন প্রচার অভিযান "ফাতহ"-এ অংশগ্রহণের লক্ষ্যে সূরা আলে ইমরানের আয়াত ১৩৯ তিলাওয়াত করেছেন।
ইকনা: কাশানের নোশআবাদে আশুরার পরদিন, মহররমের একাদশ তারিখে, ইমাম হুসাইন (আ.)-এর শাহাদত ও কারবালার বন্দীদের কাফেলার যাত্রা স্মরণে তাজিয়ার আয়োজন হয়, যেখানে সারা দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।