ইকনা- গত দুই বছরে দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক যুদ্ধে শুধু বেসামরিক এলাকা, বাড়িঘর ও অবকাঠামোই লক্ষ্যবস্তু হয়নি— বরং ধ্বংসের এই যন্ত্র নেমে এসেছে গাজার ধর্মীয় ঐতিহ্যের ওপরও। শতাব্দীর পর শতাব্দী ধরে যে মসজিদ ও ধর্মীয় স্থানগুলো গাজার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ের প্রতীক ছিল, সেগুলোও আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
00:06 , 2025 Oct 11