IQNA

ইমাম হুসাইন (আ.)-এর মাযার যিয়ারত করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

13:57 - November 13, 2013
সংবাদ: 1317402
আন্তর্জাতিক বিভাগ: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ দাউদগলু ১১ই নভেম্বর তথা ইরাক ভ্রমণের দ্বিতীয় দিনে ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাযার যিয়ারত করেছেন।.

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ দাউদুগলু ইরাক ভ্রমণের দ্বিতীয় দিনে ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাযার যিয়ারত করেছেন।

এছাড়াও তিনি কারবালার গভর্নর ‘আকিলুত তার্রাহি’র সঙ্গে সাক্ষাৎ করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মহান আল্লাহ আমাদেরকে ইমাম হুসাইন (আ.)এর সাঙ্গি হওয়ার তৌফিক দান করুক।

দাউদুগলু আরও বলেন, ইমাম হোসাইন (আ.)এর খেদমত করতে তুর্কি চুল পরিমাণও অবহেলা করবে না।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরাকের প্রধানমন্ত্রী এবং তার সহযোগীদের সঙ্গে দেখা করেছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দেশে ফিরে যাওয়ার পর সেদেশের প্রধানমন্ত্রী ইরাক ভ্রমণের জন্য রওনা হবেন।

1317130

 

 

captcha