IQNA

সন্ত্রাসবিরোধী যুদ্ধে ইরান সিরিয়ার প্রধান সমর্থক: প্রেসিডেন্ট আসাদ

18:50 - September 14, 2017
সংবাদ: 2603825
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এক শুভেচ্ছাবাণীতে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নেতৃত্বে দেশটির জনগণকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার জনগণের প্রধান সমর্থক হিসেবে অভিহিত করেছেন।
সন্ত্রাসবিরোধী যুদ্ধে ইরান সিরিয়ার প্রধান সমর্থক: প্রেসিডেন্ট আসাদ
বার্তা সংস্থা ইকনা: প্রেসিডেন্ট আসাদ তার বার্তায় দেইর আয-যোর শহর উদ্ধারে সিরিয়ার সেনা ও গণবাহিনীর সাফল্য এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়াকে সহযোগিতা করার জন্য ইরানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।  তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামি ইরানের অবস্থানে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা, সরকার ও জনগণ সবসময়ই সিরিয়াকে সমর্থন দিয়ে এসেছে।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আরো বলেছেন, সিরিয়া ও ইরান সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামের পাশাপাশি বিশ্বের সব দেশ ও জাতির সার্বভৌমত্ব রক্ষা, বৈষম্যহীন ও ন্যায়বিচার ভিত্তিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করবে।
iqna
সন্ত্রাসবিরোধী যুদ্ধে ইরান সিরিয়ার প্রধান সমর্থক: প্রেসিডেন্ট আসাদ
captcha