IQNA

ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের পর কারা আবার জীবন্ত হবে?

0:57 - January 29, 2018
সংবাদ: 2604913
যারা ইমাম মাহদীর ন্যায়পরায়ণ হুকুমতকে উপভোগ করার জন্য এবং তাকে সাহায্য করার জন্য পুনরায় জীবন্ত হবেন তারা দুই ধরনের।

ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের পর কারা আবার জীবন্ত হবে?
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম জাফর সাদিক(আ.) কুফা শহর থেকে যখন বের হবেন তখন তার সাথে ২৭ জন সাথী আসবেন। তার মধ্যে হযরত মুসার ১৫ জন সাথী এবং আসহাবে কাহফের ৭জন সদস্য থাকবে। এছাড়াও ইউশা বিন নুন, সালমান ফার্সি, আবু দাজানে আনসারি এবং মালেক আশতার থাকবেন। তার ইমাম মাহদীর বিশেষ প্রতিনিধি হবেন।

ইমাম সাদিক(আ.) বলেছেন: যারা প্রতি বৃহস্পতিবার রাতে সূরা ইসরা পাঠ করবে তারা ইমাম মাহদীর সাহায্য কারী হবেন।

মহানবী(সা.) বলেছেন: হে সালমান যারা তোমার মত হবে এবং আমার আহলে বাইতকে ভালবাসবে তারা ইমাম মাহদীর সমেয় ফিরে আসবে।

ইমাম সাদিক(আ.) বললেন: তারা আহতদের সেবা করবে, অসুস্থদের সেবা করবে এবং যেভাবে রাসূল(সা.)-এর সময়ে যুদ্ধ ক্ষেত্রে নারীরা ভূমিকা পালন করতেন ঠিক সেই সকল দায়িত্বই তারা পালন করবে।

ইমাম বাকের(আ.) বলেছেন: «وَ اللَّهِ ثَلَاثُمِائَةٍ وَ بِضْعَةَ عَشَرَ رَجُلًا فِيهِمْ خَمْسُونَ امْرَأَةً يَجْتَمِعُونَ بِمَكَّةَ عَلَي غَيْرِ مِيعَادٍ قَزَعاً كَقَزَعِ الْخَرِيفِ يَتْبَعُ بَعْضُهُمْ بَعْضاً…؛ ইমাম মাহদী(আ.) যখন আবির্ভূত হবেন তখন তার বিশিষ্ট ৩১৩জন সাথী মক্কায় তার সাথে মিলিত হবেন তার মধ্যে ৫০ জন নারীও থাকবেন।

কিছু হাদিসে বর্ণিত হয়েছে ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের পর ৪০০ জন নারী তার সাথে থাকবেন এবং তারা বেশিরভাগ স্বাস্থ্য বিভাগে কাজ করবেন। তবে আরও কিছু হাদিসে বর্ণিত হয়েছে ইমাম মাহদীকে যে সকল মহান নারীরা সাহায্য করবেন তাদের সংখ্যা হচ্ছে ৭৮০০জন।

captcha