IQNA

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে গুলতি দিয়ে পাথর মারলেন হানিয়া

15:37 - April 29, 2018
সংবাদ: 2605632
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া গাজা থেকে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে। গতরাতে তিনি আন্দোলনরত ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ওই পাথর নিক্ষেপ করেন।


বার্তা সংস্থা ইকনা: এ সময় তিনি বলেন, ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার আন্দোলনে ইহুদিবাদীরা হতভম্ব হয়ে পড়েছে। এ আন্দোলনের কারণে দখলদাররা তাদের নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে।

হানিয়া বলেন, অধিকার আদায় না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের এই আন্দোলন অব্যাহত থাকবে। যারা আমাদের অধিকার লঙ্ঘন করবে শক্ত হাতে তাদের মোকাবেলা করা হবে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোল হামাসের নেতা বলেন, ফিলিস্তিনিরা বিশ্বের যে যেখানেই রয়েছেন সেখান থেকেই আগামী ১৫ মে ফিলিস্তিন দখলের বার্ষিকীতে ইহুদিবাদীদের বিরুদ্ধে স্লোগান দেবেন এবং সমস্বরে বলবেন 'আমরা আমাদের ভূমিতে ফিরে যাব'।

এ সময় ইসমাইল হানিয়া ইহুদিবাদীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য ফিলিস্তিনি তরুণদের ধন্যবাদ জানান। শীর্ষ নিউজ

captcha