IQNA

সিরিয়ায় আমেরিকার চরম পরাজয় ঘটেছে: আয়াতুল্লাহ খাতামি

17:59 - December 28, 2018
সংবাদ: 2607629
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, আমেরিকার সিরিয়া বিষয়ক নীতি চরমভাবে ব্যর্থ হয়েছে। এর প্রমাণ হিসেবে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে না পারা এবং দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সাম্প্রতিক ঘোষণার কথা উল্লেখ করেছেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আজ তেহরানের জুমার নামাজের খুতবায় আয়াতুল্লাহ খাতামি বলেন, শুধু মার্কিন সেনা প্রত্যাহার নয় সেইসঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ এবং সিরিয়ায় এ অঞ্চলের কিছু মার্কিন মিত্র দেশের দূতাবাস কার্যক্রম পুনরায় শুরুর মতো বিষয়গুলিও আমেরিকার পরাজয়ের প্রমাণ বহন করে।  

সংযুক্ত আরব আমিরাত গতকাল বৃহস্পতিবার সিরিয়ায় নিজের দূতাবাস খুলেছে। বাহরাইনও ঘোষণা করেছে অচিরেই দেশটি দামেস্কে তার দূতাবাস আবার চালু করবে।

ইরানের এই প্রভাবশালী আলেম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক গোপন ইরাক সফরকে আমেরিকার জন্য চরম ‘হতাশা ও লজ্জার’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রমাণ করে, প্রতিরোধ হচ্ছে দাম্ভিক শক্তিগুলোকে মোকাবিলা করার একমাত্র পথ।

ইয়েমেন পরিস্থিতির বিবরণ তুলে ধরে তেহরানের জুমার নামাজের খতিব বলেন, সৌদি আগ্রাসনের সামনে ইয়েমেনের জনগণ সত্যিই চরম অসহায় অবস্থায় রয়েছে এবং এ ব্যাপারে বিশ্বের স্বাধীনচেতা মানুষের নীরব থাকা উচিত হবে না।

iqna

 

captcha