IQNA

সিরিয়ায় আল-কায়েদার শীর্ষ কমান্ডার নিহত

22:04 - January 02, 2019
সংবাদ: 2607666
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় আল-কায়েদার শীর্ষ কমান্ডার "আবু জালিবিব আল-উর্দানি" নামে প্রসিদ্ধ আইয়াদ আত-তুবাসী নিহত হয়েছে। এই শীর্ষ সন্ত্রাসীর নিহত হওয়ার বিষয়টি আল-কায়েদার অধিভুক্ত সামাজিক নেটওয়ার্কের অ্যাকাউন্টগুলো নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা ইকনা: আল-কায়েদার অধিভুক্ত সামাজিক নেটওয়ার্কের অ্যাকাউন্টগুলো "আবু জালিবিব আল-উর্দানি"র ছবি প্রকাশ করে তার নিহত হওয়ার খবরটি প্রকাশ করেছে।
বলা হয়েছে: এই কুখ্যাত সন্ত্রাসী তার চেহারা পরিবর্তন করে সিরিয়া ও তিউনিশিয়ার দুইজন সাথী নিয়ে সিরিয়ার ইদলিব শহর থেকে দারার উদ্দেশ্যে রওনা হয়েছিল। দারায় আবু জালিবিব একটি সশস্ত্র গ্রুপ গঠন করতে চেয়েছিল। কিন্তু সিরিয়ার সামরিক বাহিনীর সাথে সংঘর্ষের ফলে এই সন্ত্রাসী ধ্বংস হয়েছে।
জাতিসংঘ এবং আমেরিকার ট্রেজারী ডিপার্টমেন্ট ২০১৭ সালের মাঝামাঝি সময়ে আবু জালিবিব আল-উর্দানিকে সন্ত্রাসীরে খাতায় তুলে ধরেছে। সিরিয়ায় আল-কায়েদার কার্যক্রম শক্তিশালী করার জন্য এই সন্ত্রাসী ২০০০ সালে ইরাকে আল-কায়েদার দলে যোগ দিয়েছে। ইরাকে আলকায়েদার ফাউন্ডেশন "মুসয়াব আয-যারাকাভী" সাথে তার নীবির সম্পর্ক ছিল।
মার্কিন ট্রেজারি বিভাগের বর্ণনা অনুযায়ী, সিরিয়ায় জাবহাতুন নুসরা গঠন করার জন্য তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নেতা আবু বকর বাগদাদী ২০১১ সালে আবু জালিবিবকে কয়েক জন সদস্য দিয়ে সিরিয়ায় পাঠায়।
২০১৩ সালে "আবু মুহাম্মাদ আবু জুলানী"র নেতৃত্বে জাবহাতুন নুসরা, দায়েশের সাথে পৃথক হয়ে যায় এবং এবং আল কায়েদার প্রতি আনুগত্য ঘোষণা করেছে। এরপর থেকে আল-জুলানি'কে আবু জালিবিব সমর্থন ও সহযোগিতা করে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ঘোষণা অনুযায়ী, ২০১৬ সালের শুরু থেকে আবু জালিবাব জাবহাতুন নুসরার তৃতীয় শীর্ষ নেতা এবং সিরিয়ার সাহেলী এলাকার আমীর হিসেবে নির্বাচিত হয়। তবে ২০১৬ সালের গ্রীষ্মকালে আল-কায়েদার সাথে জাবহাতুন নুসরার পৃথক হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে এবং আলাদা হওয়ার পর এই গ্রুপের নাম পরিবর্তন করে "জাবহাতুল ফাতহুশ শাম" রাখে। তখন থেক আবু জালিবাব এই দল থেকে পৃথক হয়ে আল-কায়েদার অনুগত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়।
iqna

 

captcha