IQNA

‘বাশার আসাদের তেহরান সফরে ইরানের ক্ষমতা ও শক্তিমত্তা প্রদর্শিত হয়েছে’

20:43 - March 01, 2019
সংবাদ: 2608039
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সাম্প্রতিক তেহরান সফরকে একটি ঐতিহাসিক ও নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেছেন তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহ্‌হেদি কেরমানি।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি আজ তেহরানের জুমার নামাজের খুতবায় বলেন, বাশার আসাদের সফরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষমতা ও শক্তিমত্তা প্রদর্শিত হয়েছে।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে সিরিয়ার প্রেসিডেন্টের তেহরান সফরের খবর ফলাও করে প্রচারিত হয়েছে। এর ফলে প্রমাণিত হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিনীদের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক থাকার দাবি করা হলেও সিরিয়ায় বাশার আসাদ সরকারের ক্ষমতা সুসংহত হয়েছে।

আয়াতুল্লাহ মোভাহ্‌হেদি কেরমানি বলেন, এ সফরের মাধ্যমে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে সুস্পষ্টভাবে এই বার্তা দেয়া হয়েছে যে, ওয়াশিংটন ও তার মিত্রদের চাপ উপেক্ষা করে সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টাদের উপস্থিতি অব্যাহত থাকবে।

তেহরানের জুমার নামাজের খতিব পোল্যান্ডে সাম্প্রতিক ইরান বিরোধী সম্মেলনের প্রতি ইঙ্গিত করে বলেন, পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিরা অংশ না নেয়ায় এই সম্মেলন শুরু থেকে ব্যর্থতায় পর্যবসিত হয়। তিনি বলেন, আমেরিকা যে একটি কাগুজে বাঘ তা মিত্রদের কাছে তার অগ্রহণযোগ্যতা থেকে প্রমাণিত হয়। iqna

captcha