IQNA

একবারের অধিক হজ করবেন না: লিবিয়ার মুফতি

20:36 - April 29, 2019
সংবাদ: 2608441
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার গ্র্যান্ড মুফতি সাদিক আল-ঘারিয়ানি একবার ওমরাহ ও হজ পালনের ব্যাপারে মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অধিক হজ পালনের মাধ্যমে সৌদি সরকারকে আর্থিক সমর্থন করা হয়।

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের অপরাধযজ্ঞ বন্ধ করতে মুসলমানদের কয়েকবার হজ করা থেকে বিরত থাকা উচিত। তিনি বলেন, হজ থেকে আয় করা রাজস্ব মুসলমানদের বিরুদ্ধে অপরাধ সংঘটনে ব্যয় করে সৌদি সরকার।

মুফতি সাদিক আল-ঘারিয়ানি বলেন, “মুসলমানদের জীবনে হজ একবার ফরজ, সেটা আদায় করলেই চলে। যেসব মানুষ দ্বিতীয়বার হজে যাবেন বা ঐচ্ছিক উমরাহ করবেন তিনি সওয়াব অর্জনের বদলে গুনাহ করবেন। কারণ এই খাত থেকে অর্জিত অর্থ সৌদি সরকার মুসলমানদের বিরুদ্ধেই ব্যবহার করছে।”

লিবিয়ার ইয়ান টেলিভিশন চ্যানেলে দেয়া বক্তৃতায় মুফতি সাদিক আল-ঘারিয়ানি তার এই ফতোয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, “হজ থেকে অর্জিত অর্থ সৌদি সরকার আমাদের বন্ধু মুসলমানদের বিরুদ্ধে অপরাধযজ্ঞে ব্যবহার করে থাকে। তারা এই অর্থ ইয়েমেন, সুদান, লিবিয়া, তিউনিশিয়া ও আলজেরিয়ার মুসলমানদের বিরুদ্ধে খরচ করছে।”

জাতীয়তার ওপর ভিত্তি করে প্রতিজন হাজিকে হজের জন্য হাজার হাজার ডলার খরচ করতে হয়। হজ ও উমরাহ থেকে প্রতিবছর সৌদি আরব তার জিডিপির শতকরা ২০ ভাগ অর্থ আয় করে থাকে। iqna

 

 

captcha