IQNA

মারা গেলেন সৌদি বাদশাহ সালমানের বড় ভাই

19:25 - July 29, 2019
সংবাদ: 2608982
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজের বড়ভাই প্রিন্স বন্দর বিন আবদুল আজিজ আলে সৌদ মারা গেছেন। সৌদি রাজদরবারের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। মৃত্যুর সময় প্রিন্স বন্দরের বয়স হয়েছিল ৯৬ বছর।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আজ (সোমবার) তার দাফন সম্পন্ন হওয়ার কথা। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, প্রিন্স বন্দর সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজা আবদুল আজিজের জীবিত ছেলেদের মধ্যে সবার বড় ছিলেন। তিনি বর্তমান রাজা সালমানের সৎ ভাইও ছিলেন।

আজই পবিত্র মক্কার গ্রান্ড মসজিদে তার জানাজা হওয়ার কথা। তবে কিভাবে প্রিন্স বন্দর মারা গেছেন তা বিস্তারিত জানা যায় নি। স্থানীয় কিছু মিডিয়ার খবরে বলা হয়েছে, অনেক বছর ধরে তিনি অসুস্থ ছিলেন।

প্রিন্স বন্দর সৌদি রাজপরিবারের সদস্য হলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তার দু ছেলে সৌদি সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তার মধ্যে প্রিন্স ফয়সাল বিন বন্দর রিয়াদের গভর্নর। অন্যদিকে সৌদি ন্যাশনাল গার্ডের প্রধান হলেন প্রিন্স আবদুল্লাহ বিন বন্দর। iqna

captcha