IQNA

করোনাভাইরাস প্রতিরোধ ১২ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক গ্রুপ

0:20 - March 05, 2020
সংবাদ: 2610348
তেহরান (ইকনা)- করোনা মোকাবেলায় ১২ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠন করেছে বিশ্বব্যাংক। গতকাল বুধবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রাণঘাতী কোভিড-১৯ (করোনা ভাইরাস) বিশ্বের ৬০টির বেশি দেশে ছড়িয়ে গেছে। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ বৈশ্বিকভাবে মহামারি আকারে ছড়িয়ে পড়া রোগটির স্বাস্থ্যগত ও অর্থনৈতিক বিরূপ প্রভাব মোকাবেলায় এ তহবিল গঠন করা হয়। সদস্য রাষ্ট্রগুলোতে এই মহামারি মোকাবেলা এবং সম্ভব হলে বিরূপ প্রভাব হ্রাস করতে সহায়তার লক্ষে এই তহবিল গঠন করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নতুন প্যাকেজের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ উন্নয়নশীল দেশগুলোকে এই মহামারি থেকে সুরক্ষা দিতে অধিকতর উন্নয়ন চিকিৎসা, রোগ পর্যবেক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষাসহ তাদের স্বাস্থ্যসেবা খাত জোরদারে সহায়তা দেবে।

পাশাপাশি এই প্যাকেজ অর্থনীতির উপর বিরূপ প্রভাব হ্রাসে বেসরকারি খাতের সাথেও কাজ করবে। এই প্যাকেজ দেশভিত্তিক সহায়তায় লক্ষ্যে বৈশ্বিকভাবে সমন্বয় সাধন করবে। আইডিএ, আইবিআরডি ও আএফসি এর মাধ্যমে এই প্যাকেজের অর্থায়ন হয়েছে।

এই করোনা ভাইরাস সাপোর্ট প্যাকেজে ১২ বিলিয়ন মার্কিন ডলারের আপৎকালীন তহবিল পাওয়া যাবে। এর মধ্যে ৮ বিলিয়ন মার্কিন ডলার নতুন। বাকি অর্থের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে আইবিআরডি থেকে ২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার, আইডিএ’র ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা হবে। এছাড়াও অগ্রাধিকার বিন্যাশের মাধ্যমে বিশ্বব্যাংকের প্রচলিত খাত থেকে ২ বিলিয়ন মার্কিন ডলার ও আইএফসি থেকে ৬ বিলিয়ন মার্কিন ডলার গ্রহণ করা হবে। এই ৬ বিলিয়নের মধ্যে ২ বিলিয়ন মার্কিন ডলার বিদ্যমান ব্যবসা পদ্ধতির মধ্য থেকেই সংগ্রহ করা হবে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট মালপাস বলেন, আমরা উন্নয়নশীল দেশগুলোতে এই রোগের একটি দ্রুত প্রতিরোধের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওই দেশগুলোতে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আমরা কাজ করছি। আমরা যে ব্যবস্থাগুলো নিচ্ছি তার মধ্যে রয়েছে জরুরি অর্থায়ন, নীতি পরামর্শ ও কারিগরি সহায়তা বলেন তিনি।
সূত্র: dailyinqilab

captcha