IQNA

ইরান সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহযোগিতা করছে না, আমেরিকার হাস্যকর দাবীর জবাব দিল ইরান

5:03 - May 15, 2020
সংবাদ: 2610783
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের ইতি টানতে হবে।

ইরান সন্ত্রাসবাদ মোকাবেলায় সহযোগিতা করছে না বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করার পর তিনি এ কথা বললেন।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, উত্তর কোরিয়া, সিরিয়া, ভেনিজুয়েলা ও কিউবার সঙ্গে মিলে ইরান কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে ওয়াশিংটনকে সহযোগিতা করছে না। ওই মন্ত্রণালয় বুধবার ২০১৯ সালের কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধ পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে ওই অভিযোগ করেছে।

মুসাভি এক টুইটার বার্তায় আরও বলেছেন, খোদ আমেরিকা বিশ্বের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থ ও অস্ত্র যোগান দিচ্ছে, নানা দেশে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালাচ্ছে এবং একটি সন্ত্রাসী রাষ্ট্রকে প্রকাশ্যে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। কিন্তু এই আমেরিকাই সন্ত্রাসবাদ ইস্যুতে অন্য দেশগুলোর অবস্থান ও প্রচেষ্টা মূল্যায়নের দাবি করছে যা হাস্যকর। এ ধরণের অধিকার আমেরিকা রাখে না।

মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় দায়েশ (আইএস), আল-কায়েদা এবং সন্ত্রাসবাদী দখলদার ইসরাইলকে সব ধরণের সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।  iqna

captcha