IQNA

করোনার প্রাক্কালে ১০ লাখ নারীর পবিত্র উমরা পালন

20:38 - December 16, 2020
সংবাদ: 2611973
তেহরান (ইকনা): মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের নারী উন্নয়ন বিভাগের সূত্রে সৌদি গেজেটের খবরে জানাগেছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সাতমাসের বেশি সময় বন্ধ থাকার পর ৪ অক্টোবর (২০২০) সীমিত পর্যায়ে চালু হয় পবিত্র উমরা। এরপর থেকে গত দুই মাসে ১০ লাখের বেশি নারী পবিত্র উমরা পালন করেছেন।

নারীবিষয়ক প্রশাসনিক উপ-সহকারী প্রধান ড. কেমেলিয়া বিনতে মুহাম্মাদ আল দাদি জানান, ৪ অক্টোবর থেকে পর্যায়ক্রমে উমরা চালুর প্রথম ধাপে ২৬ হাজার ২০৯ জন নারী উমরা পালন করেন। এরপর ১৮ অক্টোবর থেকে শুরু হয় দ্বিতীয় ধাপ। শেষ হয় ৩১ অক্টোবর। আর ১ নভেম্বর থেকে শুরু হওয়া তৃতীয় ধাপে ৩ লাখ ২৬ হাজার ৬০৩ জন উমরা পালন করেছেন। এমটি নিউজ

এ ছাড়া এই সময়ে মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে ইবাদতের জন্য আসেন ৬ লাখ ৬৯ হাজার ৮১৮ জন নারী।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মার্চের শুরুতে উমরা পালন বন্ধের বিরল ঘোষণা দেয় সৌদি আরব। এর প্রায় সাত মাস পর স্বাস্থ্যবিধি মেনে কয়েক ধাপে উমরা চালু করা হয়েছে। করোনার কারণে এ বছর মোট ১০ হাজারের মতো মুসলিমকে হজ পালন করার সুযোগ দেওয়া হয়।

এ পর্যন্ত সৌদি আরবে ৩ লাখ ৬০ হাজার ৩৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা ৬ হাজার ৬০ জনের মতো। শনাক্ত ব্যক্তিদের প্রায় সবাই সেরে উঠেছেন।

captcha