IQNA

বার্লিনে হযরত যাহরা (সা. আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী এবং নারী দিবস উদযাপন

21:08 - February 01, 2021
সংবাদ: 2612191
তেহরান (ইকনা): নবী নন্দিনী হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বার্লিনে ইমাম আলী (আ.) নামক ইসলামিক সেন্টারে এক মাহফিলের আয়োজন করা হয়েছে।

এই অনুষ্ঠান আগামীকাল বার্লিনে ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। আহলে বায়েত (আ.)এর ভক্তগণ এ দিনে নারী দিবস ও মা দিবস’ও পালন করে থাকেন। মঙ্গলবার হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী, নারী দিবস ও মা দিবস উপলক্ষে ভার্চুয়াল জগতে স্থানীয় সময় ১৯টাই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ধর্মীয় ও সাংস্কৃতিক এই অনুষ্ঠানটি জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

এই উৎসব অনুষ্ঠানে হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর জীবনীর আলোকে বক্তৃতা পেশ করবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ মাহমুদ মুসাভী। এছাড়াও মার্সিয়া পাঠ করবেন আব্বাস হায়দারজাদেহ। আগ্রহী ব্যক্তিমণ্ডলীরা জুম অ্যাপ্লিকেশন ইনস্টেল করে এই «https://us۰۲web.zoom.us/j/۷۴۵۷۰۱۴۲۵۵۶?pwd=b۰o۲M۲RDZ۲ljcVRDejhOa۳RlbGpWQT۰۹ লিংকের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।

ইসলামিক জ্ঞান বিস্তারের লক্ষ্যে বার্লিনে বসবাসরত কিছু মু’মিন ভাই ও বোনদের উদ্যোগে ২০০৩ সালে ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে।

বার্লিনের ইসলামিক সেন্টার এমন একটি সর্বজনীন কেন্দ্র যা ধর্মীয় ও মাজহাবী কার্যক্রম সম্পাদনের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক সমস্যাগুলি রোধ ও সমাধানের জন্য মুসলমানদের সামাজিক সেবা এবং ধর্মীয় পরামর্শ প্রদান করে। iqna

captcha