IQNA

ইরাকের দিয়ালার মুসলিম ওলামা ইউনিয়নের সভাপতি:

সিরিয়ায় দায়েশের ১০ হাজার সদস্যকে নিরাপত্তা প্রদান করছে আমেরিকা

20:36 - February 14, 2021
সংবাদ: 2612250
তেহরান (ইকনা): ইরাকের দিয়ালা প্রদেশের মুসলিম ওলামা ইউনিয়ন প্রধান জব্বার আল-মা’য়মুরি বলেন: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসআইএসের ১০ হাজারের বেশি সন্ত্রাসী সিরিয়ার নির্দিষ্ট কিছু অঞ্চলে উপস্থিত রয়েছে, যার বেশিরভাগ ইরাকি-সিরিয়ার সীমান্তের নিকটে অবস্থিত।

তিনি গুরুত্বারোপ করে বলেন: মার্কিন বাহিনী তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় প্রস্তুত করেছে এবং এই অঞ্চলে এই উগ্র সন্ত্রাসীদের উপস্থিতি শেষ করার যে কোনও প্রচেষ্টায় বাধা দিচ্ছে। এই সন্ত্রাসীরা সিরিয়া এবং মধ্য প্রাচ্যের সুরক্ষার জন্য একটি বিরাট হুমকি এবং তারা এই অঞ্চলে ক্রমাগত উত্তেজনা সৃষ্টি করেছে।

এই উগ্র সন্ত্রাসীদের উপস্থিতির ফলে পশ্চিম এশিয়ায় কখনই শান্তি বিরাজ করবে না -এর প্রতি ইঙ্গিত দিয়ে জব্বার আল-মা’য়মুরি বলেন: ইরাকের অভ্যন্তরে ৭০ শতাংশ সন্ত্রাসী অভিযান দায়েশ দ্বারা পরিচালিত হয়। এই এই কাজের জন্য ইরাক-সিরিয়ার সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা ইরাকে অনুপ্রবেশ করে এই সন্ত্রাসী কাজ সম্পন্ন করে। এসকল সন্ত্রাসীরা সন্ত্রাসবাদী অভিযান এবং ইরাকি নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ করার জন্য সিরিয়ার সীমান্ত দিয়ে আল-আনবার প্রদেশে প্রবেশ করে এবং তারপরে সালাহ আল-দীন ও দিয়ালা প্রদেশে অনুপ্রবেশ করে।

তিনি বলেন: সিরিয়া থেকে দেশে অনুপ্রবেশকারী এই তাকফিরীদের মোকাবেলায় প্রতিদিন ইরাকে দেশপ্রেমী মানুষের রক্ত প্রবাহিত হচ্ছে। আর এজন্য সিরিয়ার মার্কিন বাহিনীর উপস্থিতির ফলে এই ভয়াবহ সন্ত্রাসীদের নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে যে ক্ষতিকর প্রভাব বিরাজ করছে, তা মোকাবেলা করার জন্য বিশ্ব জনগণের মতামত জরুরি।

উল্লেখ্য যে, সম্প্রতি নতুন করে সিরিয়ায় অবস্থিত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা ইরাকের প্রবেশ কারে সেদেশের বিভিন্ন শহরে সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে। iqna

captcha