IQNA

ভেনিসে প্রথম মসজিদের উদ্বোধন + ভিডিও

20:22 - June 13, 2022
সংবাদ: 3471984
তেহরান (ইকনা): ইতালির ঐতিহাসিক শহর ভেনিসে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম মসজিদের উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে ইতালির মুসলিম কমিউনিটি ও শহরের দায়িত্বশীল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এখানে মসজিদ উদ্বোধনের কারণ হলো, এই শহরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এখন থেকে এই পর্যটন ও শৈল্পিক স্থানটি বসবাসকারী হাজার হাজার মুসলমানের ইবাদতের জায়গা হিসেবে ব্যবহৃত হবে।
 
মুসলমানদের জামানো অনুদানের অর্থ থেকে স্থানীয় মুসলিম কমিউনিটি ভেনিসের নিকটবর্তী বন্দর নগরীতে মসজিদের জন্য ভবন ক্রয় করেছেন।
 
বোলোগনার ইসলামিক কমিউনিটি এবং ইতালির ইসলামিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন লাফ্রাম বলেছেন, আশা করা যায়, এখন থেকে সারা বিশ্বের পর্যটকরা যখন ভেনিসে যাবেন, তখন তারা শুধু শহরই নয়, ভেনিস মসজিদের পোস্টকার্ডও নিয়ে যাবেন।
 
বোলোগনার ইসলামিক কমিউনিটি এবং ইতালির ইসলামিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন লাফ্রাম আরো বলেছেন, ইতালির আইন অনুযায়ী এই মসজিদ প্রত্যেকের জন্য খোলা থাকবে। শহরের নাগরিকদের জন্য অনুমতি রয়েছে- তারা যখন ইচ্ছা এবং মসজিদের যেখানে ইচ্ছা ইবাদত করতে পারবেন।
 
তিনি আরো বলেন, ইতালিতে বসবাসকারী সব মুসলমানের এমন দেশ গঠনে সহায়তা করা উচিত যেখানে একে অপরকে সম্মান করবে এবং অন্য ভাইদের জন্যও কাজ করবে।
 
ভেনিস ইসলামিক কমিউনিটির প্রেসিডেন্ট সাদমির ইলিওস্কি বলেছেন, নতুন মসজিদ শুধুমাত্র মুসলমানদের জন্য উন্মুক্ত করার কোনো পরিকল্পনা নেই।
 
তিনি বলেন, একটি বহুসংস্কৃতির শহরে খোলা এই মসজিদটি সারা বিশ্ব থেকে আগত মানুষদের প্রতিদিন তাদের কাজকর্ম প্রাণবন্ত করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে। এখানে প্রত্যেককে স্বাগত জানানো হবে। এখন থেকে এই মসজিদ স্থানীয় থেকে শুরু করে সবার জন্য উন্মুক্ত।
 
ভেনিস ইসলামিক কমিউনিটির প্রেসিডেন্ট সাদমির ইলিওস্কি আরো বলেছেন, আমরা ইসলামী সংস্কৃতি এবং ঐক্য সম্পর্কিত যেকোনো প্রকল্প, গবেষণা এবং অধ্যয়নের জন্য প্রস্তুত। ভেনিস সত্যিই এটার যোগ্য। iqna
 

افتتاح نخستین مسجد در ونیز

 

افتتاح نخستین مسجد در ونیز

captcha